স্টাফ রিপোর্টার ॥ অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে পারছে না হবিগঞ্জ পৌরসভা। শহরের দুটি প্ল্যান্ট এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করার জন্যে বিদ্যুত বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত ৫টি উৎপাদক নলকূপের মাধ্যমে পানি উত্তোলন এবং ২টি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে লৌহ দূরীকরণ করে পানি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু চলমান অস্বাভাবিক লোডশেডিং এর কারণে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কালীবাড়ি এলাকায় অবস্থিত প্ল্যান্টে সংযুক্ত পাম্প মটর প্রায় ৮ ঘন্টা চালিয়ে পানি উত্তোলন এবং পরিশোধন প্রক্রিয়া শেষে ওভারহেড ট্যাংক ভর্তি করলে ১ ঘন্টা পানি সরবরাহ করা সম্ভব হয়। কিন্তু পিডিবি, হবিগঞ্জ কর্তৃক ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে ১ ঘন্টা লোডশেডিং করার ফলে ওভারহেড ট্যাংকের প্রায় অর্ধেক পরিমান পানি উত্তোলন পূর্বক সরবরাহ করার কারণে গ্রাহক পর্যায়ে পানির পরিমান এবং চাপ কম হচ্ছে। উল্লেখ্য বেবীষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ট্রিটমেন্ট প্ল্যান্টে ওভারহেড ট্যাংক সিস্টেম না থাকায় মটর এর মাধ্যমে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পানি সরবরাহ করতে হয়। ঐ সময় বিদ্যুত না থাকলে পানি সরবরাহ করা সম্ভব হয়না। কালীবাড়ি ও বেবীষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ২টি প্ল্যান্ট হতে একসাথে পানি সরবরাহ না করা হলে পানির চাপ কমে যায়। বিষয়টি নিয়ে বিদ্যুত বিভাগের সাথে আলোচনা করা হয়েছে এবং উক্ত দুটি এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভা সবসময় পানির গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান বিদ্যুতের মারাত্মক লোডশেডিংয়ের কারণে সম্মানিত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। অন্যদিকে পৌর পানি সরবরাহ লাইন হতে অবৈধ মটর সংযোগের কারণে পানি সরবরাহ মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছে। পৌরসভা এ সকল অবৈধ মটর সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। এমতাবস্থায় হবিগঞ্জ পৌরসভার গ্রাহকদের পানি সরবরাহের বর্তমান অবস্থা অনুধাবনপূর্বক পানির অপচয় থেকে বিরত থাকা এবং পানির লাইনের অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।