স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের শ্বশুর বানিয়াচং-আজমিরীগঞ্জ জীপ মালিক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ হাদিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গতকাল বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় তিনি হঠাৎ পবিত্র কালেমা পাঠ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি বানিয়াচং উপজেলা সদরের মাদারীটুলা, সাগর দিঘির উত্তর ও পশ্চিমপাড়, এড়ালিয়াপাড়া ৪ মহল্লা ছান্দের সাবেক সর্দার প্রয়াত মিয়া হোসেনের পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৫৭) বছর। তিনি ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার বেলা ২টায় সাগর দিঘির উত্তরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে নিকটবর্তী কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মামা বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আলী। জানাযায় বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আঃ রাজ্জাক খান, পূবালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ফজলু মিয়া, সাবেক উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলম উদ্দিন, বানিয়াচং পল্লী বিদ্যুতের পরিচালক সেলিম মিয়া, সুফিয়া-মতিন মহিলা কলেজের প্রভাষক সামায়ূন ঠাকুর, কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ, জাসাস বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন ছালেক, বাসদ বানিয়াচং উপজেলা শাখার সদস্য সচিব তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান চৌধুরী রিপন, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ জোবায়ের জসিম, সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, ইউপি মেম্বার জাহাঙ্গীর মিয়া, বানিয়াচং-আজমিরীগঞ্জ জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমানসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য নেতৃবৃন্দ এবং এলাকার শত শত মুসল্লী অংশ নেন। মরহুমের বড় পুত্র শেফু মিয়া বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং ছোট পুত্র শান্ত একজন সুপরিচিত ক্রিকেট খেলোয়াড়। এদিকে তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি বন্ধুমঙ্গল রায়, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিতেশ কুমার বৈষ্ণবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।