বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের নক আউট পর্বে ভাদেশ্বর ও বাহুবল সদর নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার দিনের প্রথমে লামাতাশি একাদশ বনাম ভাদেশ্বর একাদশের মধ্যেকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় খেলাটি। টাইব্রেকারে লামাতাশি একাদশকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে উঠে ভাদেশ্বর একাদশ। পরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাহুবল সদর ইউনিয়ন একাদশ বনাম স্নানঘাট ইউনিয়ন একাদশ। খেলায় স্নানঘাট একাদশকে ২-০ গোলে হারিয়ে সেমিতে পৌছায় বাহুবল সদর একাদশ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মতিন ও সহকারি রেফারির দায়িত্ব পারন করেন শফিক আলী এবং আনোয়ার আলী। খেলায় চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হক।
এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশীদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ ও মনিরুল ইসলাম শামিম, জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম রানু প্রমুখ।
আজ বুধবার (৭ জুন) বিকাল ৩টায় সাতকাপন একাদশ বনাম মিরপুর একাদশের মধ্যেকার প্রথম সেমিফাইনাল ও পর দিন বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৩টায় বাহুবল সদর একাদশ বনাম ভাদেশ্বর একাদশের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।