স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্ঠায় ৯৮ ভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু নানা প্রতিকূলতার কারণে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন। বিশ^ায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ইতোমধ্যে এ বছর ৬ষ্ঠ শ্রেণি থেকে নতুন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরও স্মার্ট ও শিক্ষিত হতে হবে। শুধু মুখস্ত বিদ্যায় পারদর্শী নয়, জীবনমুখি ও কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। গতকাল তেঘরিয়া ইউনিয়ন পরিষদে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ ঃ শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতা অভিযানের সহায়তায় এটি বাস্তবায়ন করে তেঘরিয়া ইউনিয়ন ও তেঘরিয়া সিইডব্লিউজি। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিবের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জ এর চীফ অব প্রোগ্রাম জামিল মোশতাক এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এসেডের ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদ। এ ছাড়াও অনুষ্ঠানে এসেড হবিগঞ্জ এর কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।