স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৫০টি অতি দরিদ্র পরিবারের জন্য নির্মিত পাকাঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম ফিতা কেটে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এসেডের কৃষি ক্যাম্পেইনের অংশ হিসেবে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে নিজ বাড়িতে সবজি উৎপাদনের জন্য ৪টি করে উন্নতমানের জিও ব্যাগ হস্তান্তর করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এসেড হবিগঞ্জের চীফ অব প্রোগ্রাম জামিল মোশতাক, ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদ। এ ছাড়াও অনুষ্ঠানে এসেড হবিগঞ্জ এর কর্মীবৃন্দ, উপকারভোগী ও এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ সদর উপজেলা তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর, রামনগর, আউড়া, মজলিশপুর, রামপুর ও গোবিন্দপুরে ৫০টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এর মধ্যে শিকারপুরে ১৬টি, মজলিশপুর ১৬টি, আউড়ায় ৪টি, রামপুর গ্রামে ৮টি ও গোবিন্দপুরে ৬টি ঘর নির্মাণ করে দেয়া হয়। চিলির সেলাভিপ নামক সংস্থার আর্থিক সহযোগিতায় লাইভ প্রজেক্টের অধীনে এ কাজ বাস্তবায়ন করেছে এসেড হবিগঞ্জ। প্রতিটি ঘর নির্মাণে সেলাভিপ দিয়েছে ১ লাখ ৫৮ হাজার টাকা আর উপকারভোগিরা দিয়েছেন ৩০ হাজার টাকা। দাতা সংস্থা প্রদত্ত অর্থ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে বাকী টাকা ঘর নির্মাণে ব্যয়ে করা হয়েছে। এর পূর্বে সেলাভিপ’র আর্থিক সহযোগিতায় একই ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে ৫৫টি পাকা ঘর নির্মাণ করে দেয় এসেড হবিগঞ্জ।