স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাজেট কার্যকর হওয়ার আগেই সিগারেটের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দোকানদারদের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা হচ্ছে। যদিও সিগারেটের নতুন দাম এখনও কার্যকর হয়নি। পুরাতন প্যাকেটের সিগারেটই বিক্রি করা হচ্ছে। তবে প্রতি প্যাকেটে ১০-২০ টাকা করে বেশি বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ হিসেবে প্রতিশলাকা ২ থেকে ৩টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ডিলারের কাছ থেকে বাড়তি দামে সিগারেট কিনে আনতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রি করা হচ্ছে। গতকাল হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা যায়। এ বিষয়ে তদারকির দাবি জানান ক্রেতারা।