রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

উত্তর সাঙ্গরে এমপি আব্দুল মজিদ খান ॥ বঙ্গবন্ধুর কন্যাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সরকার শিক্ষকদের মানউন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই প্রদান করছেন। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন ও উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৩তলা বিশিষ্ট ভবন উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মজিদ খান বলেন- জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকারের আমলে শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের সুযোগ সুবিধাও অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন-উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের টিনের ঘর থেকে ৪তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমি ভবন, এমপিও ভুক্ত করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ তলা বিশিষ্ট একাডেমি ভবন, উত্তর সাঙ্গর গুরু গৃহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ ও গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভবন নির্মাণ করা হয়েছে। উত্তর সাঙ্গর গ্রামের ভেতর ৪টি রাস্তা পাকা করা হয়েছে। তা ছাড়া মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, ঈদগাহ বাজারসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া আনসারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তাবেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, তজম্মুল হক চৌধুরী, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান মিজান, মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ হাবিবুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, এ জেড এম উজ্জ্বল, এ এইচ এম জাহির, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল মেম্বার, প্রধান শিক্ষক নিতেন্দ্র দাস, শামছুল হক আখঞ্জী, আফজল আনসারী, আব্দুর রউফ, তোফাজ্জল হোসেন তালুকদার, ছাত্রলীগ নেতা হাসান আল মামুন প্রমুখ। উল্লেখ্য এ ২টি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com