স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হবিগঞ্জ পৌরসভার বর্তমান পৌর পরিষদ। গতকাল হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গৌতম কুমার রায় পৌরসভার সভা কক্ষে বিকেল সাড়ে ৪ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেয়র আতাউর রহমান সেলিম, প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।
লিখিত বক্তব্যে বলা হয়, পৌরসভার রাজস্ব আদায়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারনে সরকারী অডিট আপত্তি বিষয়ে গত ৯ এপ্রিল পৌরসভার কাউন্সিলরবৃন্দ এক সংবাদ সম্মেলন করেন। সেই সম্মেলনের বক্তব্যের উপর সাবেক মেয়র মিজানুর রহমান স্থানীয় পত্রিকা সমূহে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
বক্তব্যে আরো বলা হয়, ৯ এপ্রিলের সংবাদ সম্মেলনে বিগত দিনে অনিয়মের কারণে পৌরসভার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল মাত্র। গরুর বাজার ইজারা প্রসঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমান মন্ত্রনালয়ের নিদের্শনা বর্তমান মেয়র পড়েননি মর্মে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় মন্ত্রনালয়ের পত্রের অপব্যাখ্যা দিয়ে মিজানুর রহমান নিজেকে মহাজ্ঞানী প্রমান করতে চাচ্ছেন। এ ব্যাপারে চিঠির স্বারক, তারিখ ও বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। মাটিয়া দই বিল ইজারা দেয়ার ক্ষেত্রে সাবেক মেয়র অনিয়ম করে ১১ লক্ষ ৯ হাজার টাকা পৌরসভার ক্ষতি করেন মর্মে বিস্তারিত সভায় তুলে ধরা হয়। শহরের পুরান বাজারের গিরিবাল শিল্পালয়ের বৈধতা দেয়াও যে অনৈতিক ছিল তা উপস্থাপন করা হয়। এছাড়াও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান অবৈধভাবে ২২ জন লোককে মাস্টাররোলে নিয়োগ দিয়ে পৌরসভার ক্ষতি সাধন করেছিলেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমান পৌর মেয়র আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌরসভাকে গুরুত্বপূর্ন প্রকল্প সমূহে অন্তর্ভূক্ত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, এডভোকেট রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান ও রাসেল চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, সাংবাদিক মোহাম্মদ নুরুদ্দিন, শরীফ চৌধুরী, আব্দুর রউফ সেলিম, আশরাফুল ইসলাম কোহিনুর, আনিসুজ্জামান চৌধুরী রতন, এম এ আজিজ সেলিম, কাজল সরকার, মোহাম্মদ নায়েব হোসাইন, আব্দুল কাদির, মশিউর রহমান, নিরঞ্জন গোস্মামী শুভ, আমির হামজা, এস কে সুজন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত ও আবদুল কুদ্দুছ শামীম।