এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর এর সাথে পুড়ে ছাই হলো শিক্ষার্থীদের স্বপ্ন। অগ্নিকান্ডে গবাদি পশু, নগদ টাকা, ধান, জমির দলিলপত্র, স্কুল কলেজের সার্টিফিকেট, বই, খাতাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শিক্ষার্থীদের অনাগত ভবিষ্যত নিয়ে চরম হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের স্বপ্ন ছিল ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। এক মুহুর্তের অগ্নিকান্ডে তাদের স্বপ্নও পুড়ে ছাই হয়ে যাওয়ার পথে বসেছে। গত বৃহস্পতিবার (২৫ মে) ভোর রাতে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল গিয়ে পরিদর্শনসহ ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান এবং নগদ অর্থ ও চাল তোলে দেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন। মানবেতর জীবন যাপন করছেন তারা। সব কিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। বাসস্থান তৈরী করাতো দূরের কথা, পরিবারের পরিজনের ভরন পোষন নিতেই হিমশিম খাচ্ছেন। এছাড়া ছেলে-মেয়েদের লেখা পড়া নিয়েও তারা চিন্তিত। তাদের বই, খাতাসহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটসহ মূল্যমান কাগজপত্র পুড়ে ছাই হয়েগেছে।
উল্লেখ্য, উপজেলা বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর নয়াহাটি গ্রামে বৃহস্পতিবার (২৫) ভোরে হঠাৎ করে ইন্দ্রজিত দাশের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুন আতংকে শুধু পড়নের কাপড় ব্যতিত আর কোন কিছুই বের করতে পারেন নি তারা। আগুলের লিলিহাল শিখা চতুর দিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রনবির চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রোমনি দাশ, কলাবাত দাশ, সন্তোশ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের মালিকানাধীন বসতঘরসহ ১৫টি ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ১৫ টি বসতঘর, ১০টি গবাদি পশু, ২ হাজার মন ধান, মূল্যমান দলিলপত্র, স্কুল-কলেজের সার্টিফিকেট, বই-খাতাসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার ৩ দিন ধরে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো তাদের পরিবার পরিজন নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। অন্যের বাড়িতে থাকা যে, কি কষ্টের তা বলা মুশকিল। অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সামান্য চাল ও নগদ কিছু অর্থ প্রদান করা হয়। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বেসরকারী ভাবে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন। খোজখবর নিচ্ছেন। তারা দ্রুত সময়ে মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারদের বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করছেন। কথা হয় সিলেট এম.সি কলেজের মাস্টার্স ১ম বর্ষের ছাত্রী কালা চাদঁ দাশের মেয়ে জুবলী রাণী দাশের সাথে। কান্না জড়িত কন্ঠে বলে আমাদের সব শেষ, আমরা এখন নিঃস্ব^। লেখা পড়া তো দূরের কথা মাথার গোজারও ঠাই নাই। এক মুঠো ডাল ভাত খাওয়াই এখন কষ্ট। নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষের ছাত্রী জগদীশ তালুকদারের মেয়ে পিংকি তালুকদার বলেন, আমাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবী জানাই। তাদের সার্টিফিকেট, বই, পুড়ে যাওয়ায় ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। অস্বচ্ছল ক্ষতিগ্রস্থ পরিবার গুলো খুবই অসহায় হয়ে আছেন। সুশিলসমাজ ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে বাসস্থান নির্মাণসহ সর্বত্মক সহযোগিতার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।