প্রেস বিজ্ঞপ্তি ॥ বীর মুক্তিযোদ্ধা ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রাণেশ চন্দ্র দত্তের পরলোকগমনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি শোক প্রকাশ করেছেন। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবর্তায় প্রয়াতের পরিবারবর্গ ও তাঁর আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় এমপি আবু জাহির বলেন, প্রাণের চন্দ্র দত্তের প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারাল।