স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থ সিংহ গ্রামের বিজয় লক্ষ্মী স্কুল এন্ড কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাতা দানবীর শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে অন্যতম ছিল প্রয়াত শচীন্দ্র লাল সরকার এর ভাস্কর্যে শিক্ষক শিক্ষার্থী গর্ভনিং বডির সদস্যসহ সম্মেলিতভাবে ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদন কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গনেশ বর্ধনের সভাপতিত্বে এবং প্রভাষক বরুন সরকার এর সঞ্চালনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, গভর্নিং বডির সভাপতি এডঃ প্রমথ সরকার।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিনিধি মৃদৃল কুমার দাশ, গভর্নিং বডির সদস্য অরুন জ্যোতি বিশ্বাস, প্রভাষক সম্রাট হোসেন, প্রদীপ বাবু, শিক্ষক রেবেকা নাসরিন, শিক্ষার্থী আফরিনা প্রমূখ। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে থেকে পাঠের পরস্মারন সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক নির্মল চৌধুরী। পরিশেষে হবিগঞ্জের কৃতি সন্তান প্রয়াত শচীন্দ্র লাল সরকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়।