স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে তুচ্ছ ঘটনা নিয়ে হেলপারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, (ঢাকা মেট্টো-১১-৩৬১৭) নম্বরের একটি ট্রাক নতুন ব্রিজ আসে। এ সময় ওই গাড়ির চালক আবুল কালামের সাথে একই গাড়ির হেলপার ফাহিম মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চালক কালাম ধারালো অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।