সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

যতদিন বেঁেচ আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘আমি আপনাদের এলাকার এমপি’ আমাকে আপনারা নির্বাচিত করেছেন ৫ বছরের জন্য আগামী ৬ মাস পর আমার মেয়াদ শেষ হবে। এখন যদি কেউ আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলে, যা সত্য নয় তা নিয়ে কথা বলে, আমার সম্মানহানী হয় এমন মন্তব্য করে সেটা মোটেও কাম্য নয়। আগামী নির্বাচনে আমি যদি নৌকা পাই অথবা অন্য কেউ যদি নৌকা প্রতীক পায় তাহলে আমাদের সাথে অন্য দলের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে। আমি কখনও রাজনীতি নিয়ে নোংরামী করিনি, আমি বানিয়াচং আজমিরীগঞ্জের গণ মানুষের ভালবাসা নিয়ে থাকতে চাই। আমি ১৫ বছরের বানিয়াচং-আজমিরীগঞ্জে যে সকল উন্নয়ন কাজ করেছি সেটা সকলের কাছে দৃশ্যমান। যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তা হয়েছে, বানিয়াচং আজমিরীগঞ্জে আমূল পরিবর্তন হয়েছে। যতদিন বেঁেচ আছি মানুষের কল্যানে কাজ করে যাবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভাল পায়। কারণ আমি কখনো কারো ক্ষতি হয় এমন কাজ আমি কখনও করিনি। ফেইসবুকে কিছু মানুষের বেফাস কথাবার্তা দেখলেই বুঝা যায় সে কেমন ব্যক্তিত্বের অধিকারী, মানুষ এখন অনেক সচেতন, আপনি কেমন তা সাধারণ মানুষ আপনার আচরণের মাধ্যমেই বুঝে ফেলে। বানিয়াচং আইডিয়েল কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান একথাগুলো বলেন। গতকাল সোমবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বানিয়াচং আইডিয়েল কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধনের পর বানিয়াচং ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে এবং কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অরুপ কুমার দাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আইডিয়েল কলেজের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া), শেখ শামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান, ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেযারম্যান, মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, প্রভাষক জসিম উদ্দিন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাছিরা আক্তার অনামিকা প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মফস্বল এলাকায়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করে বহুতল ভবন নির্মাণ করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বহুমুখি শিক্ষা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com