স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালিগাছতলা বাইপাস সড়কে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীসহ দুইজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে।
মামলার বিবরণে জানা যায়, বড় বহুলা গ্রামের সৈয়দ আলীর পুত্র আব্দুল মন্নান ও তার পুত্র আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মান্নান ভেরাইটিজ স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তাদের সাথে বানিয়াচং উপজেলার দত্তগ্রামের শাকিল মিয়া ও ফয়সল মিয়া বিরোধ চলে আসছিল। গত ২১ মে দুপুরে এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং দোকানে থাকা নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় সদর মডেল থানায় ফয়ছল ও শাকিল মিয়াসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে আহতরা জানান, হামলাকারীরা তাদের দোকান থেকে নগদ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।