স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঘরের আলমারি পড়ে ইমন আহমেদ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার অলিপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার মনির হোসেনের ছেলে। স্বজনরা জানান, সকালে ইমন ঘরে খেলাধুলার এক পর্যায়ে ঘরে থাকা আলমারিতে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনাবশত তার ওপর আলমারিটি পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেছে।