স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার উদ্যোগে কামিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বক্তব্যে বলেন- আপনারা আমাকে বার বার ভোট দিচ্ছেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। শুরু থেকে ঘরে বসে নেই। তৃণর্মলের উন্নয়নে কাজ করছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে দিয়েছি। এ মাদ্রাসায় ভবন হয়েছে। এছাড়া এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করে দিয়েছি। এ সরকারের পদক্ষেপে শিক্ষারমান এগিয়েছে। সুশিক্ষা গ্রহণ করে দেশ এগিয়ে আসবে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন নিয়ে চিন্তার কারণ নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন। চাই আপনাদের ভোট, দোয়া ও ভালবাসা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এম আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পীরে তরিকত আল্লামা শেখ মোঃ আব্দুল করিম সিরাজনগরী, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান। বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির মোঃ শাহজাহান, আব্দুল হকসহ প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এ সম্মেলনে শত শত লোকের সমাগম হয়।