নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী চৌধুরী অনর উদ্দিন জাহিদ উপজেলার ইমামবাড়ী বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের কৃতি সন্তান। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন চৌধুরী অনর উদ্দিন জাহিদ। গতকাল ২১ মে রবিবার বিকেলে উপজেলার ১২নং কালিযার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে তিনি এ গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কয়েস মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আব্দুল মতিন চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আকবর আলী মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দুলাল সরকার, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল্লাহ মিয়া, জাপা নেতা মাস্টার নজরুল ইসলাম, ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি অলি আহমদ খাঁন, ছানু মিয়া চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাক, হাজী আব্দুর রহমান, সাদ্দেক চৌধুরী, শাহ্ জাহান মিয়া, নুরুল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, সাজিদ মিয়া প্রমূখ। এছাড়াও সভায় ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রার্থী হতে ইতিমধ্যে চৌধুরী অনর উদ্দিন জাহিদ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে যাব। এ জন্য তিনি সকলের দোয়া/আশির্বাদ ও সমর্থন কামনা করেন।