স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার (২০ মে) রাত ৮টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ। এদিকে দুর্ঘটনা ঘটায় শায়েস্তাগঞ্জে শত শত যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। অনেক টিকেট ফেরতও দেয়া হয়েছে। জানা যায়, গতকাল শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগে থেকে ঝড়ে পরা গাছ রেললাইনের ওপর পড়ে থাকলে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এরপর বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ। এতে কেউ নিহত না হলেও আহত হয়েছে অনেকেই। সাথে সাথে বিজিবি, পুলিশ, দমকল বাহিনীসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদেরকে বিভিন্ন যানবাহনে গন্তব্যে পৌছে দেয়ার ব্যবস্থা করেন। এতে করে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাহাড়িকা, পারাবত, জয়ন্তিকা, কালনীসহ বিভিন্ন ট্রেন আটকা পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ও বিভাগীয় প্রকৌশলী (ঢাকা-২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। তারা শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা বলেন, বনের ভেতর ঝড়ে একটি গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কুলাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিছুজ্জামান বলেন, আখাউড়া ও কুলাউড়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ শুরু করে। প্রায় ১২ ঘণ্টা কাজ করার পর লাইন কিয়ার হয়।