স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ভোট হবে পরে শেখ হাসিনার পতন আগে। শেখ হাসিনার পতন নিশ্চিত করলেই বাংলাদেশের মানুষ ভোটকেন্দ্রে যাবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে গরু জবাই করে মাংস দিয়ে ভাত খাওয়ালেও বাংলাদেশের মানুষ আর ভোট কেন্দ্রে যাবে না। কারণ নির্বাচন ব্যবস্থাকে আওয়ামীলীগ ধ্বংস করে দিয়েছে। তাই ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। শেখ হাসিনার অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই জনগণের রায়ের প্রতিফলন হয়নি। আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচন মানেই নির্বাচনের নামে প্রহসন। এই প্রহসনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে লাখাই উপজেলার ১নং লাখাই ও ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। চলমান আন্দোলনকে আরও বেগবান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং দেশ বিরোধী আওয়ামীলীগের চক্রান্ত প্রতিহত করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জি কে গউছ আরও বলেন- সরকার জনগণের টাকা লুটপাট করতে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপন্য সহ সব কিছুর দাম বেড়েছে। মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তারপরও নামাজে, রোজায়, প্রার্থনায় বিদ্যুৎ নেই। এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের কবল থেকে দেশের মানুষকে বাচাঁতে হলে, দেশকে বাচাঁতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন- দেশের মানুষ গ্রহনযোগ্য, নিরপে ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চায়। কিন্তু আওয়ামীলীগ এমনি এমনি এই নির্বাচন দিবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া আওয়ামীলীগের পতন হবে না। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপি সেই আন্দোলনই করছে। জি কে গউছ বলেন- সরকারের কথা ও কাজের মিল নেই। এই সরকার যা বলে তা করে না। বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদেরকে যারা স্যাংসন দেয় তাদের কাছ থেকে কিছু কিনবো না। গতকাল পত্রিকায় দেখলাম আমেরিকার কাছ থেকে সরকার চিনি আমদানী করছে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলাম। আমি দেখেছি, বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তফশীল ঘোষণার পর তার বিপরীত চিত্র শুরু হয়েছিল। ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল, হাজার হাজার মানুষের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছিল, বিএনপি নেতাকর্মীরা বাসায় থাকতে পারেনি, ঘুমাতে পারেনি, ভোটারদের কাছে ভোট চাইতে পারেনি। আওয়ামীলীগ নির্লজ্জেলর মত দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে রাষ্ট্রমতা দখল করে বসে আছে। এই কথাগুলো আমাদেরকে জনগণের নিকট বলতে হবে, বিএনপির চুড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ ও সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, লাখাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, তাজুল ইসলাম মোল্লা, আরিফ আহমেদ রূপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রফিক মিয়া, সার্জেন্ট (অব) এনামুল হক, শামসুর রহমান খেলু, সুলাইমান মিয়া, ইব্রাহিম মিয়া, এডভোকেট কাওছার, রইছ মিয়া, গোলাম মস্তুফা, এম এ নুর, আফতাব উদ্দিন রিপন, যুবদল নেতা সুহেল রানা, সোহাগ চৌধুরী মানিক, মোতালিব মিয়া, বুলবুল মিয়া, সজিব চৌধুরী, মিশন মান্না, ফরিদ মিয়া, রায়হান উদ্দিন, মোঃ সাকির প্রমুখ।