স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের চাঞ্চল্যকর জ্যোৎস্না মার্ডার মামলায় আদালতে স্বাক্ষী প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগম। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি এ সাক্ষ্য প্রদান করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর স্বাক্ষ্য প্রদানের মাধ্যমে ওই মামলায় স্বাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যেই আলোচিত এ মার্ডারের ঘটনার রায় ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাদী পক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডঃ সালেহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ ডিসেম্বর সাবেক কমিশনার যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের বাড়ির সীমানা প্রাচীরের সামনে জোৎস্না বেগম নামে এক গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে। এ ঘটনায় জোৎস্নার ভাই রজব আলী ফকির বাদী হয়ে সাবেক কমিশনার মিজানুর রহমান মিজানকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একাধিকবার তদন্ত শেষে একাধিক চার্জশীট আদালতে দাখিল করা হয়। সর্বশেষ মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডির হাতে। সিআইডি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তে প্রকাশ পায়, কাউন্সিলর মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া লন্ডনীর জায়গায় জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কমিশনার মিজানুর রহমানকে ফাঁসানোর জন্য সুফি মিয়া লন্ডনী আসামীদের নিয়ে বিভিন্ন ফন্দি করেন। এক পর্যায়ে ৫ লাখ টাকার বিনিময়ে আসামীরা উক্ত হত্যাকান্ডের ঘটনা ঘটায়। এরই মধ্যে মামলায় আসামী ছদর মিয়া ও তাজ উদ্দিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে পূর্বের চার্জশীটের অভিযুক্তদের বহাল রেখে পুনরায় বর্তমান পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেনসহ ৭জনের বিরুদ্ধে ২০১৭ সনের ২ মে আদালতে চার্জশীট দাখিল করেন।
চার্জশীটভূক্ত আসামীরা হচ্ছে-নবীগঞ্জের গন্ধ্যা গ্রামের মৃত আব্দুল লতিফ মাষ্ঠারের পুত্র পৌর কাউন্সিলর জাকির হোসেন, গন্ধ্যা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আকবর উদ্দিন, গন্ধ্যা গ্রামের মৃত হাজী সামছুদ্দিনের পুত্র মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া লন্ডনী, মদনপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র আল-আমিন, মায়ানগর গ্রামের জামাল উদ্দিনের পুত্র ছদর মিয়া, পুরোষত্তমপুর গ্রামের কুবাদ আলীর পুত্র তাজ উদ্দিন, মায়ানগর গ্রামের মৃত টেনাই মিয়ার পুত্র জামির মিয়া ওরফে জমির।
মামলার বাদী নিহত জ্যোৎস্নার ভাই রজব আলী ফকির প্রতিক্রিয়ায় বলেন, একটি মহল তাদের প্রতিপক্ষকে ফাঁসানোর লক্ষ্যে আমার বোনকে হত্যা করে। কিন্তু সুষ্ঠু তদন্তে মুল রহস্য বেরিয়ে আসে। ফাঁসাতে গিয়ে ষড়যন্ত্রকারীরা ফেঁসে গেছে। আমি আমার বোন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।