বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

জেলার পর্যটনখাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় করা হবে সাগরদীঘি উন্নয়নে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ঐতিহাসিক পর্যটনখ্যাত সাগরদীঘি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। পরিদর্শনকালে আগামী বাজেটে পর্যটনখাতে হবিগঞ্জ জেলায় যে বরাদ্দ আসবে এর সিংহভাগ বানিয়াচংয়ের সাগরদীঘি পর্যটন স্পট উন্নয়ন করতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টার দিকে এই সাগরদীঘি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, শত প্রতিকূলতার পরও এই সাগরদীঘি আমরা সরকারিভাবে লীজ প্রদান করেছি। এটা এখন পুরোপুরি সরকারের আওতায় চলে এসেছে। আর পর্যটনে রুপ দিতে ধীরে ধীরে সামনের দিকে আগাতে হবে আমাদের। আমরা কিন্তু বসে নেই। আমাদের কাজ চলছে। ইতিমধ্যে আমি এ্যাটর্নি জেনারেল স্যারের সাথে বানিয়াচংয়ে শুটকি নদী ও সাগরদীঘি নিয়ে প্রতিনিয়ত কথা বলছি। স্যার এই বিষয়গুলোতে খুবই আন্তরিক। বিগত করোনার মহামারির কারণে হবিগঞ্জের পর্যটনখাতে আশানুরুপ কোনো বরাদ্দ আসেনি। আশা করছি এবারের বাজেটে এই খাতে বরাদ্দ দেয়া হবে। বরাদ্দ যা ই আসুক এর সিংহভাগ ব্যয় করা হবে সাগরদীঘি পর্যটন উন্নয়নে। জেলা প্রশাসক ইশরাত জাহান এসময় কোনো অবৈধ দখলদার যাতে দীঘির সৌন্দর্য নষ্ট করতে না পারে পাশাপাশি এটা নিয়ে যাতে আইন-শৃংখলার কোন ধরণের অবনতি না হয় সেদিকে চোখ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে জানিয়ে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
সাগরদীঘি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আজমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com