স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকা থেকে বিদ্যুৎ দাশ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে একদল পুলিশ ওই এলাকার রিমা ভবনের গেইটের সামন থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। সে শহরের গার্নিং পার্ক এলাকার বিষ্ণু দাশের পুত্র। এ বিষয়ে এসআই মোঃ আলমগীর বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দাশ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।