প্রেস বিজ্ঞপ্তি ॥ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৫ দিন ব্যাপি (আগামী ২০/০৫/২০২৩ থেকে ২৪/০৫/২০২৩ইং) অনুষ্টিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য আজ ১৮ মে নেপালের কাঠমন্ডুর উদ্দেশ্যে প্রদ্বীপ কান্তি রায় বাংলাদেশ ত্যাগ করবেন। প্রদ্বীপ কান্তি রায় লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের স্বর্গীয় ডাক্তার অভিনাশ চন্দ্র রায়ের কনিষ্ঠ সন্তান। তিনি আইডিইপি হবিগঞ্জের সভাপতি। প্রদ্বীপ কান্তি রায় বর্তমানে শাহজালাল পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থী।