বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল ভিতর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারমান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আকম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ইউপি প্যানেল চেয়ারম্যান শ্রী কুমার কৈরী, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব ও প্রভাষক সামছুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ জানান, বাহুবল ভেতর বাজারে চলাচলের রাস্তা ও খোলা বাজার দখল করে সেড তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ইদানিং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে কিছু অবৈধ সেড উচ্ছেদ হলেও আরো বেশ কিছু অবৈধ সেড রয়েছে বহাল তবিয়তে। যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
সভায় উত্তাপিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বাহুবল ভেতর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া চলমান রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে দোকানপাঠের মূল্য তালিকা নিয়মিত পর্যবেণ করার সিদ্ধান্ত নেয়া হয়।