প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় শচীন্দ্র কলেজের শিক্ষার্থীরা বিশেষ সাফল্য অর্জন করেছে। গত ১৩ মে শনিবার এই সাফল্য অর্জন করা হয়। মোট ১৫ টি ইভেন্টে ২টি গ্রুপ মিলিয়ে এই কলেজের শিক্ষার্থীরা সর্বোচ্চ ১৩ টি ১ম পুরস্কার লাভ করে। বাংলা অনার্সের ৩য় বর্ষের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী তোয়াহা কবিতা আবৃত্তি, একক বিতর্ক ও নির্ধারিত বক্তৃতা এই ৩টি বিষয়ে ১ম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয় এবং সমাজ বিজ্ঞান অনার্সের ৪র্থ বর্ষের ছাত্র ইমাদুল ইসলাম ইংরেজি বক্তৃতা, তাৎক্ষণিক অভিনয় ও ক্বেরাত-এই তিন বিষয়ে ১ম স্থান লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অর্থনীতি অনার্সের ২য় বর্ষের ছাত্রী দৃষ্টি সরকার বাংলা রচনা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে। একাদশ শ্রেণির পায়েল বণিক লোকসংগীত, প্রাচী দাশ নজরুল সংগীত, রিতা বেগম, তাৎক্ষণিক অভিনয় ও দ্বাদশ শ্রেণির মিতালী দাস মিতু রবীন্দ্র সংগীত, সুরাইয়া আক্তার ইংরেজি বক্তৃতায় ও সীমা বর্মণ লোকনৃত্যে ১ম পুরস্কার লাভ করে। অত্র কলেজের শরীরচর্চা শিক্ষক রনজিৎ দাস শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক, বি.এ, ৩য় বর্ষের ছাত্রী আশরাফুন্নেছা রানী শ্রেষ্ঠ রোভার এবং শচীন্দ্র কলেজ রোভার গ্রুপ শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে গৌরব অর্জন করেছে। আরও উল্লেখ্য যে, এই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে কলেজের গৌরবকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছেন। এরই ধারাবাহিকতায় এই কলেজের ছাত্র/ছাত্রীর এবং শিক্ষকের শ্রেষ্ঠতম গৌরব অর্জন, বার্ষিক ও শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল লাভের কারণে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শচীন্দ্র কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্যে শচীন্দ্র কলেজ গভর্নিংবডির সভাপতি ও সদস্যবৃন্দ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমন্ডলী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।