স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক শিক্ষার মান্নোনয়ন হয় এবং শিক্ষার হার বৃদ্ধি পায়। আরো বলেন, আওয়ামীলীগ সরকারই সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বইসহ গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে পড়ালেখায় সহযোগিতা করা হয়। তিনি আরও বলেন, ধূলিয়াখাল শহরতলী এলাকা, আপনাদের বাড়ীর পাশ দিয়ে গ্যাস লাইন শহরে ডুকেছে, তাই পশ্চিম ধুলিয়াখালের মানুষের গ্যাসের দাবী যুক্তিসংগত। আপনারা নিয়মতান্ত্রিক ভাবে গ্যাসের জন্য আবেদন করেন, আমার সর্বাত্মাক সহযোগীতা থাকবে। পশ্চিম ধুলিয়াখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি পশ্চিম ধুলিয়াখাল জামে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান ঘোষনা করেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা নিজামপুর ইউনিয়নের পশ্চিম ধুলিয়াখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মৌলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কাইয়ুম ও শরীফ এর পরিচালনায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, দেওয়ান মাসুম রায়হান চৌধুরী, কুতুব উদ্দিন, শফিকুর রহমান তোফায়েল, প্রধান শিক্ষক আনোয়ার খান, মেম্বার রজব আলী, সাবেক মেম্বার আব্দুল মতিন, যুবলীগ নেতা কবির আনসারী, শ্রমীকলীগ নেতা আব্দুল কাইয়ুম, মামুন মিয়া, কেজুর মিয়া।