সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

গাজায় গণহত্যা বন্ধ ও বিবিসিতে সঠিক সংবাদ পরিবেশনের দাবীতে বৃটেনের কার্ডিফ বিবিসি অফিসের সামনে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৪৫৫ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে, বদরুল মনসুর ॥ ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও বিবিসেতে গাজার সঠিক নিউজ পরিবেশনের দাবীতে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বিবিসি অফিসের সামনে গত ১৪ই আগষ্ট বিকাল ৫টায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
কার্ডিফ স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন, কার্ডিফ ট্রেড ইউনিয়ন, ইউনিটি ইউনিয়ন, এন্টি জেনোসাইড মুভমেন্ট অফ কার্ডিফ পিসিএম ওয়েলস ট্রেড ইউনিয়ন, সিএনডি ক্যামরু, ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকেসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা সমবেত হয়ে বিবিসি ট্যাল দ্যা ট্রুথ, বিবিসি স্যাইম অন ইউ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, আওয়ার ভয়েস আওয়ার ডিমান্ড স্টপ দ্যা জেনোসাইড সহ নানা শ্লোগানে শ্লোগানে বিবিসির ওয়েলস অফিসের সামনের ফটক মুখরিত করে তুলেন।
এন্টি জেনোসাইড মুভমেন্ট অফ কার্ডিফের কনভেনার ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক মানবাধিকার কর্মী ও সাংবাদিক মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার সু লেন্ট, কার্ডিফ স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনের সেক্রেটারী এ্যাডামস জন্্স, পিটার এডওয়ার্ডস, আংশে ডিন, এনড্রি এ জিনক, রয়গুন ডেভিস, মরিয়ম আফিসি মনা ফাত্বাহু, জন মাইকেল, এনপিস্পন পেরিস, স্যারন অ্যাডমস, আব্দুল কাদির, এম এ রউফ, আবদাল মিয়া, বকশী হারুনুর রশিদ, আহাদ মিয়াসহ বিভিন্ন দেশের ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিবিসির কঠোর সমালোচনা করাসহ গাজায় প্রকৃত ঘটনা পরিবেশনের জোর দাবী এবং প্যালেস্টাইনকে মুক্তি করতে বিশ্ব নেতাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com