স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে সবজির পাশাপাশি মাছের দামও মারাত্মক বৃদ্ধি পেয়েছে। একেতো অতিরিক্ত দাম অপরদিকে দেশী মাছ বলে চাষের মাছ বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। শহরের সবচেয়ে বড় বাজার শায়েস্তানগর ও চাষিবাজার এবং চৌধুরী বাজারে এসব বীরদর্পে চলছে। ক্রেতারা অভিযোগ করেন, বর্তমানে বাজারে ইলিশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৫শ থেকে ২ হাজার টাকায়। কার্পো মাছ ৩শ থেকে ৫শ টাকায়, টেংরা ও পাবদা ৫শ থেকে ১ হাজার টাকা, এ ছাড়া শিং, মাগুড়, কৈ ৫শ থেকে হাজার টাকা। ব্যবসায়ীরা এসব চাষকৃত মাছকে দেশী মাছ বলে বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সাথে চরমভাবে প্রতারণা করছে। ক্রেতারা এসব প্রতারণার বিরুদ্ধে মনিটরিংয়ের দাবি জানান।