স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, হবিগঞ্জ জেলা শাখার সদস্য, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর বাসায় সন্ত্রাসী ও দৃষ্কৃতিকারী কর্তৃক বোমা হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।