স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তারা হল, সুলতানশী গ্রামের মরম আলীর পুত্র রহমত আলী, মৃত আল তাবুজ্জামানের পুত্র সৈয়দ হামিদুজ্জামান, আব্দুল আলীর পুত্র খোকন মিয়া।
গত সোমবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।