রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

শহরে অতিরিক্ত দামে মাংস বিক্রি ॥ ব্যবস্থা নেয়ার দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ওজনে কম দেয়াসহ ব্যবসায়ীদের নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। পৌরসভার মূল্য তালিকাকে অগ্রাহ্য করে গলাকাটা দামে বিক্রি করা হয়েছে গরু ও খাসির মাংস। এতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পৌরসভার নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী প্রতি কেজি গরুর মাংসের দাম ৭০০ টাকা ও খাসির মাংস ৯০০ টাকা করে বিক্রির কথা থাকলেও প্রতি কেজিতে অন্তত ৫০-১০০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ওজনেও দেয়া হচ্ছে কম। অন্য দিকে এসব মাংসের দোকানে বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই জবাই করা হচ্ছে গরু। যত্রতত্র বর্জ্য রাখার কারণে দূষিত হচ্ছে বাজারের পরিবেশ। এসব অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরণ অধিদফতর একাধিকবার জরিমানা করলেও নেই নিয়মিত তদারকি। ক্রেতারা জানান, মাংস কিনতে গিয়ে প্রায়ই বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। পৌরসভা থেকে দাম নির্ধারণ করে দেয়া হলেও দোকানিরা মানছে না সেটি। পাশাপাশি যেখানে-সেখানে ফেলা হচ্ছে বর্জ্য।
তবে মাংস ব্যবসায়ীদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ। তিনি বলেন, পরিবেশ দূষণ ও বাড়তি দামসহ বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পরও নিয়ম না মানলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com