স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কের পাশে দীর্ঘ ২০ বছরের জমানো আবর্জনার স্তুপ সরানো হয়েছে। পৌরএলাকার প্রতিদিনকার বর্জ্য এখন নিয়ে যাওয়া হয় শহর থেকে ৪ কিলোমিটার দুরে নতুন ডাম্পিং স্টেশনে। বিগত ৫ মাস ধরে প্রতিদিন পৌর এলাকার আবর্জনা নতুন ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে পৌরসভাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। পৌরসভাকে যানবাহন বাড়াতে হচ্ছে, লোকবল বাড়াতে হচ্ছে, সর্বোপরি ডাম্পিং ষ্টেশনে যাওয়ার রাস্তা নতুন হওয়ার কারনে প্রতিদিন অনেক প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হচ্ছে। এতকিছুর পরও পৌরসভাকে সারা শহরের আবর্জনা প্রতিদিন গন্তব্যে নিয়ে যেতে হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় অবস্থিত হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন পরিদশনকালে মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘শহরে বাইপাস সড়কের পাশে ময়লার ভাগাড় হবিগঞ্জ পৌরসভার জন্য অভিশাপ ছিল। বহু প্রতিকুলতা পাড় হয়ে আমরা দীর্ঘদিনের আবর্জনা অপসারণ করে নতুন ডম্পিং স্টেশন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। বাইপাসের পার্শ্ব হতে ময়লা ভাগাড় অপসারণের জন্য পরিবেশ কর্মী, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ দীর্ঘদিন ধরে দাবী জানিয়েছেন। জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতায় আমরা নতুন জমি বন্দোবস্ত পেয়েছি। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। নসরতপুর, মির্জাপুর গ্রামসহ রিচি ইউনিয়নের জনগন এ ডাম্পিং স্টেশন বাস্তবায়নে পৌরসভাকে সহযোগিতা করেছেন। পানি উন্নয়ন বোর্ডও সহযোগিতা করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন অবস্থায় শহর হতে চার কিলোমিটার দুরে নতুন ডাম্পিং স্টেশনে আবর্জনা প্রতিদিন অপসারণ করতে পৌরসভাকে অনেক বেগ পেতে হয়। এর উপর রাস্তা নতুন মাটির হওয়ার কারনে প্রতিবন্ধতার সৃষ্টি হয়।
হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে নতুন রাস্তায় বারবার ইটের খোয়া, বালু ইত্যাদি ফেলা হচ্ছে। তারপরও ব্যাপক বৃষ্টিপাত হলে হয়তো এ রাস্তায় আবর্জনা বহন করে নিয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে পৌরবাসীকে কিঞ্চিত সমস্যা পোহাতে হতে পারে। কিন্তু পৌরসভার পক্ষ হতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে শহরের আবর্জনা প্রতিদিন সুষ্টুভাবে অপসারন করা হয়।’ নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, বিডি কিন হবিগঞ্জের উপদেষ্টা সমাজকর্মী শাহ জয়নাল আবেদীন রাসেল প্রমূখ।