স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউপির ৯নং ওয়ার্ডের মজলিশপুর (বন্দেরবাড়ী) মহল্লার মৃত তাজুল খার স্ত্রী। গতকাল রবিবার (৭মে) ভোর ৫টায় খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এলাকাবাসী ও বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ৩টায় নিহতের পুত্র হামিদ খা‘র চিৎকার শুনে এলাকাবাসী এসে বসত ঘরের পাশে গাছতলায় বৃদ্ধার লাশ দেখতে পান। এ সময় বৃদ্ধার মাথায় আঘাত ও রক্তরণ হতে দেখেন। এ ঘটনাটি এলাকাবাসী ইউপি সদস্য মনসুর আহমদকে জানালে, তিনি সাথে সাথে বিষয়টি থানা পুলিশ কে অবগত করেন। নিহত আনোয়ারা বেগমের মেয়ের স্বামী ও প্রতিবেশী জাহেদ মিয়া জানান, আনোয়ারা বেগম প্রায় ২০ বছর পূর্বে স্বামী হারিয়ে বিধবা হন। তার ১ পুত্র হামিদ খা ও ৪ কন্যা সন্তান থাকা স্বত্বেও স্বামীর মৃত্যুর পর থেকে অন্যের বাড়ীতে তিনি কাজ করে সংসার চালাতেন। একই ঘরে পুত্রের পরিবারসহ তিনিও বসবাস করতেন। শনিবার রাত অনুমান ৩ টা সময় নিহতের পুত্র হামিদ খার চিৎকার শুনে আমরা ঘুম থেকে উঠে ঘরের পাশ্ববর্তী গাছতলায় শাশুরীর লাশ দেখতে পাই। এ সময় তার মাথায় আঘাত ও রক্ত দেখতে পাই। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, স্থানীয়দের মাধ্যেমে সংবাদ পেয়ে ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।