স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খোয়াই নদী ও মালিকানা ভূমি থেকে বালু উত্তোলনসহ পরিবেশের ক্ষতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে এক দিকে যেমন, রাস্তাঘাট নষ্ট হচ্ছে অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এসব বালু খেকোদের হাত থেকে পরিবেশ রক্ষা করার জন্য উপজেলার ছনখলা গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র মিজান মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, খোয়াই নদী থেকে বালু উত্তোলন ও ওই গ্রামের জামে মসজিদের পাশে খোয়াই নদী থেকে বালু উত্তোলন ও মালিকানা জমি থেকে বালু উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। কিন্তু এখান থেকে বিভিন্ন যানবাহনে অন্যত্র বিক্রি করা হয় অবৈধভাবে। আর এর নেপথ্যে রয়েছে ওই গ্রামের মৃত আবু চাঁনের পুত্র সহিদ মিয়া, আমির আলী মাষ্টারের পুত্র একেএম ফজলুল হক মাষ্টার ও মৃত আশ^ব আলীর পুত্র সুরুজ আলীসহ বেশ কয়েকজন। এসব বালু ও মাটি ভুক্তভোগীর মালিকানাসহ জমি থেকে উত্তোলন করে পাচার করছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। শরীফপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি নুরুন্নাহার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি নুরুন্নাহারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে সদর থানার এসআই সনৎ কান্তি দাশ, কাওছার মাহমুদ তোরণসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী। তার বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। ন্যাশনাল টি কোম্পানীর ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনের মাতার দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥ জগদীশপুর গ্রামের বাসিন্দা ও ন্যাশনাল টি কোম্পানীর ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিনের মাতা সৈয়দা রহিমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুরে জানাজার নামাজ শেষে চারাভাঙ্গা সাহেব বাড়ি এলাকায় হযরত মৌলানা সুফী সৈয়দ জুবায়ের হোসেন (রা) এর দরবার শরীফের পাশে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি গত শনিবার বিকেলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। জানাজায় অংশগ্রহণ করেন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের শত শত মানুষ।