স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর থেকে রুবেল মিয়া (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সদর থানার ওসি গোলাম মতুর্জার নির্দেশে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মোড়ল হাটি এলাকার মনাই মিয়ার পুত্র। ওসি জানান, তার বিরুদ্ধে ৪ বছরের সাজাপরোয়ানা আদালত থেকে ইস্যু হয়। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল শনিবার বিকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।