স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ফতেহপুরে হাফিজ মিয়া (৭) নামের এক শিশু বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শনিবার সকালে বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্দার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের সফিক আলীর পুত্র ও প্রাইমারী স্কুলের ছাত্র।