মাধবপুর প্রতিনিধি ॥ রাষ্ট্রীয় মর্যাদায় মাধবপুরে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা বিনোদ বিহারী রায়ের (৮২) অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর এলাকার মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বিনোদ বিহারী রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা বিনোদ বিহারী রায়ের আকস্মিক মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় বিনোদ বিহারী রায় নিজ বাড়িতে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দু’পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন- মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কাউন্সিলর আব্দুল হাকিম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয়রা।