প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মহান মে দিবস উদযাপন উপলক্ষে র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় ঘাটিয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩১টি পুরস্কার ভাগ্যবানদের হাতে তুলে দেয়া হয়। প্রথম পুরস্কার মোটর সাইকেল বিজয়ী হামদর্দ রিপ্রেজেন্ডেটিব মোজাম্মেল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতির বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি শংকর পাল। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি এম এ ওয়াহিদ, যুগ্ম-সম্পাদক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সুজিত রায়, অর্থ সম্পাদক সন্তোষ দেবনাথ প্রচার সম্পাদক বাদল রায়, দপ্তর সম্পাদক প্রদীপ দাস, সহ-দপ্তর সম্পাদক দিলীপ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক সুমন গোপ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিহির চক্রবর্তী, সহ-ক্রীড়া সম্পাদক মিঠু দেব, পরিষদের কার্য নির্বাহী সদস্য পি কে রায় পিন্টু, পুলক রায়, শায়েস্তাগঞ্জ উপজের শাখার সদস্য সুমন দাশ, অফিস সহকারী সুশান্ত দাস শান্ত প্রমূখ।