স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিগত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এডঃ এনামুল হক সেলিম এর হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টারস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান সোয়া ১ টা দিকে এনামুল হক সেলিম এর বাসার সামনে পর পর কয়েকটি বিকট শব্দ হয়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন তিনিসহ পরিবারের সদস্যরা। বিষয়টি দেখতে এনামুল হক সেলিম ঘর থেকে বের হয়ে দরজার সামনে বারান্দায় দেখেন চকোলেট বোমার একটি খোসা। সামনের গেইটের দিকে থাকিয়ে ধোয়া দেখতে পান। এ সময় তিনি ও পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে দেখতে পান আরও কয়েকটি চকোলেট বোমার খোসা। এভাবে পর পর প্রায় ৮/১০টি চকোলেট বোমার খোসা ও পেট্রোল ভর্তি একটি স্প্রাইটের বোতল পাওয়া যায়। এর মধ্যে দুটি অবিস্ফোরিত চকোলেট বোমা পাওয়া যায়। তাৎক্ষনিক এডঃ এনামুল হক বিষয়টি হবিগঞ্জ সদর থানার ওসি ও সাংবাদিকদের অবগত করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন এবং বোমার খোসাসহ আলামত জব্দ করেন। এ ব্যাপারে এডঃ মোঃ এনামুল হক সেলিম বলেন, বোমা নিপেক্ষকারীদের নিশ্চিত কোন খারাপ উদ্দেশ্যে ছিল। তিনি দুস্কৃতিকারীদের খোজে বের করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। উল্লেখ্য, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, বিগত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রাথমিক তালিকাভূক্ত এমপি প্রার্থী ছিলেন। এছাড়াও বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন এডভোকেট মোঃ এনামুল হক সেলিম।