স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তানগর চিড়াখানা সড়কের মৃত মতিউর রহমানের পুত্র। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলার ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।