স্টাফ রিপোর্টার ॥ শহরে টমটম ভাড়া উঠানামা ৫ টাকার দাবিতে জেলা প্রশাসকের নিকট তালিকা প্রদান করবে যাত্রী কল্যাণ পরিষদ হবিগঞ্জ। এ উপলক্ষে গতকাল রাত ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা বলেন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হলেও এর কোনো সুরাহা না হওয়ায় টমটম চালকরা ভাড়া নিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ নারী-পুরুষদেরকে প্রতিনিয়তই লাঞ্চিত করে আসছে। প্রতিবাদ করলে তাদের হামলার শিকার হতে হয়। অনেকেই মান সম্মানের ভয়ে উঠানামার ভাড়া ১০ টাকা দিয়ে আসছেন। এর প্রেক্ষিতে বিভিন্ন সংগঠনসহ যাত্রী কল্যাণ পরিষদ আগামীকাল রবিবার সকাল ১০ টায় কোর্ট মসজিদ প্রাঙ্গণে মিলিত হয়ে জেলা প্রশাসক বরাবরে ভাড়ার তালিকা তুলে ধরবে। এতে যদি সমাধান হয় তবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, উপদেষ্ঠা মোহাম্মদ আব্দুল্লাহ, আলমগীর রেজা, আলী হাসান, সাংবাদিক জুয়েল চৌধুরী, কেএম ওয়াহাব নঈমী, সুজন কুরিসহ প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ।