স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের মানুষের দাবি আদায়ে কাজ করছে। ভাষার অধিকার ও মহান স্বাধীনতাসহ দেশের যত অর্জন তা হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ ও উপজেলা এবং পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারে না। এজন্য ভাল কাজে বাঁধা দেয়, তারা উন্নয়ন-অগ্রগতি রুখতে চায়। তাদের দেশবিরোধী চক্রান্ত জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। এ সময় তিনি যুবলীগ ও ছাত্রলীগের নোতকর্মীদের আরও শক্তিশালী হওয়ার নির্দেশনা দিয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ। শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রাসেল ও পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল এতে বক্তব্য রাখেন।