স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় রেনু বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি রিচি গ্রামের মৃত রমিজ আলীর স্ত্রী।
গতকাল ওই সময় তিনি রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় ওষুধ কোম্পানীর এক প্রতিনিধির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে রক্তাক্ত হন। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
সদর থানা পুলিশ, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে ঘটনার পরপরই চালক মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে।