শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

মানিকগঞ্জে গণচুরির রহস্য উদঘাটন লাখাই’র যুবকসহ গ্রেফতার দুই

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানিকগঞ্জ শহরে এক রাতে ১৫ দোকানে গণচুরির ঘটনার সাত দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে সদর থানা পুলিশ। এই গণচুরিতে অংশ নেয় ৪ জন যুবক। যাদের সবার বিরুদ্ধেই একাধিক চুরির মামলা রয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ইতোমধ্যে চোর চক্রের চার সদস্যের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হল, সিলেটের গোপালগঞ্জ থানার ভাদেশ্বর এলাকার চুনু মিয়ার ছেলে মোঃ তানভীর হোসেন ইসলাম (২৩) ও লাখাই থানার ভাদিকারা এলাকার মোঃ আছই মিয়ার ছেলে মো. মোস্তফা মিয়া (২২)।
ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে গত বুধবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল। শহরের বিভিন্ন সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দোকান চুরির ৬০ হাজার টাকা, চোরাই সিগারেট ও মোবাইলের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বুধবার রাতেই তাদের গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গণচুরির রহস্য উদঘাটন ও চুরির ঘটনায় অংশ নেওয়া দুই আন্তঃজেলা চোর গ্রেফতার নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর থানায় এক প্রেস ব্রিফিং করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, গ্রেফতার চোর চক্রের দুই সদস্য কিভাবে চুরির ঘটনা ঘটিয়েছে আর এ মিশনে কয়জন অংশ নেয় তার বিস্তারিত বিষয় স্বীকার করেছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইমতিয়াজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান ও সদর থানার অফিসার ইনচার্জ আ. রউফ সরকার উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর চুরির মামলা প্রসঙ্গে সদর থানার ওসি আঃ রউফ সরকার জানান, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির আগে ঘটনাস্থল গুলো রেকি করে যায়। পরে রাতে দোকানের শাটারগুলোতে লোহার রড এবং বাঁশ দিয়ে কৌশলে উঁচা করে দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় দলের মধ্যে শারীরিকভাবে হাল্কা গঠনের সদস্যকে দোকানে ঢুকিয়ে চুরি করে।
তিনি বলেন, চোরেরা মানিকগঞ্জসহ আশপাশ জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে দোকানে দোকানে চুরি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে গণচুরির মূলহোতা আন্তঃজেলা চোরচক্রের সদস্য হাসান এবং রিপনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এক রাতে ১৫টি দোকানে চোরের হানা দেয়। এর মধ্যে ১০টি দোকানের নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। চুরির ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com