নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন খেলা-ধুলা প্রতিযোগীতা ২০১৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১-টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান এর সভাপতিত্বে ও গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) জুহেদ আহমেদের পরিচালনায় উপজেলা পর্যায়ে গ্রীস্মকালিন প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনসহ নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, প্রদিপ রঞ্জন দাশ, শাহ মোশাহিদ আলী এবং রিয়াজুল করিম চৌধুরী জানু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হুমায়ুন কবির, জুহেদ আহমেদ, আজহারুল ইসলাম মলিক, মহিউদ্দিন আকন্দ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ সামছুল মিয়া প্রমুখ।