স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৩৫) কে আটক করেছে সদর থানা পুলিশ।
গত বুধবার গভীর রাতে ওসি গোলাম মর্তুজার নির্দেশে একদল পুলিশ ট্রাফিক পয়েন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার মৃত টেনু মিয়ার পুত্র।
ওসি জানান, কালামের বিরুদ্ধে মাদক মামলায় আদালত থেকে এক বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে পলাতক ছিলো। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।