স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে মডেল গ্রামীণ বাজারের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ইউনিয়নটির পুড়াইকলা বাজারে গতকাল বিকেলে এ বাজারের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। গ্রামীণ পর্যায়ে ব্যবসার পরিবেশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বাজারটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত ১০ হাজার বর্গফুট আয়তনের বাজারে কৃষি ও অকৃষি পণ্য বাজারজাতকরণের রয়েছে।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, এ বাজারের মাধ্যমে গ্রাম পর্যায়ে ব্যবসার উন্নত পরিবেশ সৃষ্টি এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব কাজ সম্ভব হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন চৌধুরী দিলু, সাধারণ সম্পাদক বদরুল আলম দীপন প্রমুখ।
পরে এমপি আবু জাহির ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।