স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে অচিরেই চুড়ান্ত আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে ২০২৩ সালেই অনির্বাচিত আওয়ামীলীগ সরকারের পরিসমাপ্তি হবে, ইনশাআল্লাহ।
তিনি গত মঙ্গলবার রাতে নব-নির্বাচিত রিচি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। মঙ্গলবার গোপন ব্যালটে রিচি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নব-নির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা ও সদর উপজেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সদর উপজেলা বিএনপি নেতা এডভোকেট মইনুল ইসলাম দুলাল, অলি মেম্বার, এস এম মানিক, শাহ মশিউর রহমান কামাল, রিচি ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি কাজী শামছু মিয়া, সিনিয়র সহ সভাপতি সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আরব আলী, জেলা যুবদলের সহ সভাপতি মহসিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম কাওছার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকির, বিএনপি নেতা আবু তাহের, হাজী মতিন, মুর্শেদ আলম সাজন, মামুন আহমেদ, শহিদুল ইসলাম, মামুন মিয়া, শাহিন মিয়া, আক্তার মিয়া, আমিন শাহ, অলি মিয়া, টেনু মিয়া, সাহেব আলী, জয়নাল আবেদিন জালাল, আব্দুল আহাদ, দরস মিয়া, সোহেল মিয়া প্রমুখ।