স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার (৩০ এপ্রিল) সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবলে গাড়িচাপায় এলাইছ মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। নিহত এলাইছ মিয়া উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, এলাইছ মিয়া পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। সকালে তিনি তার অটোরিকশাটি মিরপুরস্থ গ্যারেজ থেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বশিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, রবিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে একটি ট্রলি ধান মাড়াই করার কলকে ধাক্কা দিলে মাড়াই কলের নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান আমিনুর মিয়া নামে এক যুবক। তিনি ওই গ্রামের মাফু মিয়ার ছেলে। এতে আহন হন আরও ৩ জন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।