এ রহমান অলি, লন্ডন থেকে ॥ জাঁকজমক পূর্ণ ভাবে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত সংসদ সদস্য ফয়ছল চৌধুরীর তত্তাবধানে স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। পবিত্র রমজান মাসের কারনে প্রায় এক মাস দেরীতে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান।
আমরিন রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কনসুলার জেনারেলরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা সহ দেশী বিদেশী বিপুল সংখ্যক অতিথির সমাগম হয়েছিল অনুষ্ঠানে। কর্মসুচির প্রথম পর্বে অনুষ্ঠানের স্পন্সর বাংলাদেশী বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তৃতা প্রদান করেন, ম্যানচেস্টারের নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসান, উদযাপন কমিটির আহবায়ক গোলাম আনিস চৌধুরী, ডঃ সন্দেশ গুলহানি এমএসপি, ইভান ম্যাকি এমএসপি, ডঃ ওয়ালী তছর উদ্দীন এমবিই প্রমুখ। বক্তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার অনুরোধ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দ শামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় লন্ডন থেকে আগত শিল্পী শেবুল, রুজী সরকার, হাবীব বাপ্পু সহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকজ সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। স্কটল্যান্ডের এডিনবার্গ, গ্লাসগো, ডান্ডি সহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে স্কটল্যান্ড পার্লামেন্ট।
সবাই অনুষ্ঠানের স্পন্সর ফয়ছল চৌধুরী এমএসপি কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বাংলাদেশী অভিবাসীদের কে আবারো অনুষ্ঠানের সুযোগ করে দেয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।